নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, নিহত ৬
প্রকাশিতঃ 3:54 pm | August 15, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস ঘাটে ‘ঢাকা প্লাস্টিক’ নামের একটি পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
এ ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, কামালবাগে প্লাস্টিকের গোডাউন ও কারখানা লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ঘণ্টা ২০ মিনিট সময় লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে এসে দেখি আশপাশের অনেক ভবনেই যত্রতত্র এ রকম বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। একদিকে ঘিঞ্জি এলাকা অন্যদিকে এসব কারখানায় যখন-তখন যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি অনেক ভবনে মানুষ বাসও করছেন। তাদের জন্যই ঝুঁকি তৈরি হতে পারে।
আগুনের সূত্রপাতের বিষয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত ঠিক কীভাবে সেটা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত কমিটি গঠন করবো। তারপর জানতে পারবো আসলে কীভাবে আগুন লেগেছে।
এর আগে দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।
স্থানীয়রা বলছেন, ভবনটির নিচতলায় একটি খাবার হোটেল ছিল। সেখানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর আস্তে আস্তে সেই আগুনই ভবনটিতে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় তলায় একটি কারখানা রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায় প্লাস্টিকের খেলনা ও পলিথিন তৈরির কারখানা। সিলিন্ডার বিস্ফোরণের পর পর আশপাশের সবাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। চারতলা এই ভবনটির পাশে আরও সুউচ্চ ভবন রয়েছে। আগুনের ঘটনায় তাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়। এসময় অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
কালের আলো/ডিএস/এমএম