তাঁর মন-মননেও সূর্যের আলোর প্রদীপ্ত শিখায় প্রজ্বলিত বঙ্গবন্ধু
প্রকাশিতঃ 2:56 pm | August 15, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
শিল্পীর তুলিতে দৃপ্ত ভঙ্গিমায় বাঙালি জাতির চির আরাধ্য পুরুষ। বাঙালির এক অমোঘ বিশ্বাসের নাম। অপেক্ষাকৃত সৌম্য শান্ত চেহারার বঙ্গবন্ধু। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, কারা ভোগের ক্লান্তি, নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ- সবই যেন ফুটে উঠে তাঁর মুখায়বে। বাঙালির মুক্তিসংগ্রামের আরাধ্য মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চির অমলিন সেই আলোকচিত্র।
আবেগমথিত হৃদয়ের অতল থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি পত্নী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা তাকালেন- সেই সাহস, বীরত্বে অত্যুজ্জ্বল মহামানবের দিকে।
যেন শোক-বেদনার অশ্রু বয়ে গেলো তার নয়নজুড়ে। অন্ত:স্থ হৃদয়ে নেমে আসা বেদনার স্রোত সামলেই কীনা চিরভাস্বর মহানায়ককে হৃদয়ের অলিন্দে চিরজাগরূক রেখেই শোক বইয়ে কয়েকটি বাক্যে লিখে গেলেন মনের কথা। এই ঘটনা প্রবাহটি ২০২১ সালের রোববারের (০৮ আগস্ট) দুপুরের, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
ওইদিন পুনাকের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিচালিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করার আগেই জনকল্যাণে নিবেদিত সংগঠনটির এই সভানেত্রী গিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর সমাধি সৌধে, বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পণে।
টুঙ্গিপাড়ার শ্যামলছায়া গাঁয় যেখানে রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিলেন সেই মৃত্তিকারই যোগ্য সন্তান জীশান মীর্জার স্বামী, বাংলাদেশ পুলিশের আধুনিক স্বপ্নযাত্রার অগ্রদূত আইজিপি ড.বেনজীর আহমেদ, বিপিএম (বার)। যুগ-যুগান্তরে তাদের মন-মননে বঙ্গবন্ধু ঠিক যেন সূর্যের আলোর প্রদীপ্ত শিখায় প্রজ্বলিত।
ব্যক্তিত্বের বিভায় জীবন কর্মে বঙ্গবন্ধু মানেই মুক্তির আকাঙ্ক্ষাকে ভাষা দেওয়া শতাব্দীর এক মহানায়ক। গোটা দেশটিই তাঁর বাড়ি, জনগণ ছিল তার পরিবার। সাধারণ মানুষের স্বার্থকে হৃদয়ের ভালোবাসায় ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাময় নেতৃত্বে উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গর্বিত সহযাত্রী হতেই দৃপ্ত পদভারে, মাথা উঁচু করেই ছুটছে পুনাক।
কেবলই তাই নয়, সভানেত্রী জীশান মীর্জার নেতৃত্বে পুনাক অসীম সাহসী দেশপ্রেমিক বঙ্গবন্ধুকে নব প্রজন্মের সামনে উপস্থাপন করছেন ইতিহাসেরই সিঁড়িপথেই। জাতির পিতার অনুপ্রেরণার উৎস মহিয়সী বঙ্গমাতার জন্মের শুভদিনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুমতিক্রমে চলতি বছরও সোমবার (০৮ আগস্ট) টুঙ্গিপাড়ার প্রায় দেড় হাজার অসুস্থ মানুষকে সুচিকিৎসার বন্দোবস্ত করার মাধ্যমে স্থানীয়দের মনিকোঠরেও অজেয় অবিনশ্বর এক অবস্থানও গড়ে তুলেছে পুনাক।
কালের আলো/বিএস/এএ