মধ্যরাত থেকে সীতাকুণ্ডের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী : নানক

প্রকাশিতঃ 6:37 pm | June 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার (০৫ মে) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে এসব তথ্য জানান তিনি।

নানক বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এ ঘটনায় অনেক মানুষ আহত ও নিহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অনেকে জীবন দান করেছেন। গতকাল শনিবার মধ্যরাত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়য় খোঁজ খবর রাখছেন। এবং দগ্ধদের সুচিকিৎসার জন্য ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা তার নির্দেশে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে এসেছি।

তিনি বলেন, আহতদের রক্তের ব্যবস্থা করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এখানে এসেছেন।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আরও বলেন, গতকাল রাতের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনার পর সেখানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে প্রধানমন্ত্রী বিশেষ দায়িত্ব দিয়েছেন। সেখানে নওফেলের নেতৃত্বে দলের নেতাকর্মীরা কাজ করছেন। চট্টগ্রাম ছাত্রলীগের নেতা কর্মীরা রক্তদানের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. সামন্ত লাল সেন আগুনে দগ্ধ রোগীদের সুচিকিৎসার জন্য চট্টগ্রামে সরজমিনে গিয়ে রোগীদের সহায়তা করতে যাবেন। চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় আরো রোগী আসছে বলে জানান এই আওয়ামী নেতা।

তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা নিহতদের পরিবারের স্বজনদের জন্য সমবেদনা প্রকাশ করছি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. সামন্ত লাল সেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএসবি/এমএম