পল্লবীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ 11:04 pm | April 19, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ মোঃ রুহুল আমিন রিপন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) পল্লবী থানার সেকশন-১২ ব্লক-ই এর ২ নম্বর রোড থেকে রিপনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম।

তিনি জানান, ধৃত আসামীর দেহ তল্লাশী করে আসামীর পরিহিত লুঙ্গির ডান পাশে গুজা অবস্থায় একটি লোহার তৈরী বিদেশী সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

দীর্ঘ দিনের নজরদারির পর পল্লবী থানার এসআই মোঃ সজিব খানের নেতৃত্বে এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ আজগর মোল্লা ও এএসআই মোঃ ইলিয়াস বেপারী গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করে বলেও জানান ওসি।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওসি আরও জানান, আসামী রিপন দীর্ঘদিন যাবত পল্লবী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অস্ত্র ও গুলি সরবরাহ করে আসছে। মূলত যশোর থেকে বিদেশী অস্ত্র ও বিভিন্ন অস্ত্রের গুলি সংগ্রহ করে ক্রেতাদের চাহিদা মোতাবেক বিক্রি করে থাকেন।

কালের আলো/ডিএস/এমএম