সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রকাশিতঃ 11:21 am | April 17, 2022

কালের আলো প্রতিবেদক:
কুমিল্লার স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৪) র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘শনিবার রাতে র্যাব সদস্যরা গোলাবাড়ি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ ও হামলা চালায়। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালায়।’
মেজর সাকিব বলেন, ‘বন্দুকযুদ্ধের পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় একজন র্যাবসদস্য আহত হয়েছেন।’
নিহত ব্যক্তি পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। সেনানিবাস এলাকায় তার মোটরসাইকেলের ব্যবসা আছে। তিনি পরিবার নিয়ে ময়নামতি সাহেব বাজার এলাকার ১৫ নম্বর গেটে থাকতেন।
‘এর আড়ালে মাদক ব্যবসা ও সীমান্ত দিয়ে ভারতয়ি কাপড়ের চোরাচালানেরা ব্যবসা করতোসে’ বলেন মেজর মোহাম্মদ সাকিব।
এদিকে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের ছোট ভাই হৃদয় সরকার জানান, হাসপাতালে যে মরদেহটি রয়েছে সে আমার ভাই হত্যা মামলার প্রধান আসামি রাজু। আমাদের পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ নগরে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বৃহস্পতিবারে (১৪ এপ্রিল) রাতে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় রাজুকে।
নিহত মহিউদ্দিন একসময় সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ও স্থানীয় একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন। হঠাৎ সাংবাদিকতা ছেড়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ শুরু করেন। তিনি বিভিন্ন সময় ভারতীয় সীমান্তে মাদক চোরাচালানের গোপন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিতেন। এ নিয়ে রাজুর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন মহিউদ্দিন।
পুলিশ বলছে, রাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
কালের আলো/ডিআরবি/এমএম