প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন নাফিউল হাসান
প্রকাশিতঃ 9:53 pm | March 24, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন মো. নাফিউল হাসান। এর আগে তিনি বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
কালের আলো/এমএইচ/কেআর