তাসকিনের ৫ উইকেট শিকার

প্রকাশিতঃ 7:31 pm | March 23, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সিরিজ নির্ধারণী ম্যাচে চালকের আসনে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে আজ আগুন ঝড়াচ্ছেন তাসকিন। ভেরেইনা, ইয়ানেমান মালানকে ফিরিয়ে তিনি কাঁপন ধরিয়েছেন স্বাগতিক শিবিরে। তিনি একে একে তুলে নিয়েছেন প্রোটিয়াদের পাঁচ উইকেট।

দক্ষিণ আফ্রিকা ২৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে ছিল ৪৬ রান। সেখান থেকে আর ৩৭ রান যোগ করতেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শুরুটা করে মিরাজ, এরপর জোড়া আঘাত হানেন তাসকিন। এরপর প্রোটিয়া অধিনায়ককে ফেরান সাকিব। ৪ উইকেট হারানোর পর স্বাগতিকদের বিপদ বাড়ান শরিফুল। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা ভ্যান ডার ডুসেনকে ফেরান টাইগার এই পেসার।

ইতিহাস গড়ার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। এ নিয়ে টানা ৬ ম্যাচে একই একাদশ খেলছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা পেসার ওয়েইন পারনেলের বদলে আজ খেলছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

কালের আলো/এমএইচ/কেজে