মেগা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস, বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার দৃপ্ত উচ্চারণ
প্রকাশিতঃ 11:04 am | November 09, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো :
জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু মাটির শীতল বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছেন অনেক দিন। অগণিত ভক্তদের মাঝে এখনো সেই বিষাদের সুর।
এবি আর কোনদিন না গাইলেও তাঁর রেখে যাওয়া এলআরবি ঠিকই গানের সুরেই স্মরণ করছে কিংবদন্তি এই রকস্টারকে।
হালের উপস্থাপক মারিয়া নূর ঠিকই বলছিলেন, ‘আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে রক মিউজিক পৌছে দিয়েছেন বাচ্চু ভাই। তাঁর গান দিয়ে তিনি আমাদের মাঝে সব সময় থাকবেন। শুধু মন মস্তিষ্কেই নয়, আমাদের কন্ঠেও তাঁর গান থাকবে।’
তবে বাচ্চুহীনা এলআরবি’র কী আর সাধ্য আছে সেই বিশাল এক শুন্যস্থান পূরণে! তবুও চট্টগ্রাম এবং ঢাকার পর বৃহস্পতিবার (০৮ নভেম্বর) রাতে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঞা স্টেডিয়ামে মেগা কনসার্টের মঞ্চে পারফর্ম করেছে এলআরবি।
‘উড়াল দেবো আকাশে’ এবং ‘সেই তুমি’ গানের মাধ্যমেই যেন খুঁজে পাওয়ার চেষ্টা বাংলা ব্যান্ড সঙ্গীতের বিস্ময়কর সেই পুরুষকে।
মঞ্চে ওঠে অনেক জনপ্রিয় গানের স্রষ্টা বাচ্চু যখন ‘সেই তুমি’ সুর তুলতেন তখন নেমে আসতো অন্ধকার। সবার হাতে থাকা মোবাইলের আলো জ্বলে ওঠতো।
সুরের মোহময়তায় তালে তালে উচ্ছ্বসিত তারুণ্য এদিনও একই স্টাইলে স্মরণ করলো রূপালী গিটারের জাদুকরকে। আর তখন নীরবে অশ্রু গড়িয়ে পড়ে তারুণ্যের নয়নে। এই যেন শ্রদ্ধা আর ভালোবাসার অশ্রু।
এলআরবি ব্যান্ড টিম মঞ্চে ওঠার সময়েই দু’পাশের স্ক্রিণে ‘প্রজন্মের অহংকার, অপ্রতিদ্বন্দ্বী রকস্টার, রূপালী গিটারের জাদুকর, তারুণ্যের আইকন, সঙ্গীতের মুকুটহীন সম্রাট’সহ নানা উপমাজুড়ে দেখানো হচ্ছিল কিংবদন্তি বাচ্চু’র নানা ছবি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘শেকড়ের সন্ধানে’ মেগা কনসার্টকে ঘিরে নগরীর এই স্টেডিয়ামে তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাসের পাশাপাশি ছিলো সব বয়সী মানুষের স্রোত।
বঙ্গবন্ধুকে স্মরণের পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উন্নয়নের বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয়।
উদ্দীপ্ত হাজার হাজার তারুণ্য হাত উঁচিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রার পথে শামিল হওয়ার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার দৃপ্ত উচ্চারণেও কন্ঠ মেলায়। লাল-নীল আলোর পাশাপাশি ছিলো বর্ণিল আতশবাজি।
এলআরবি ছাড়াও কনসার্টে তাপস-‘আছেন আমার মুক্তার, চার ছক্কা হইহই, রেশমি-কমলায় নৃত্যু করে, পুলক- থাকতে যদি, ঐশী-নিজাম উদ্দিন আউলিয়া, রিংকু-কানার হাট বাজার, শামীম-স্বাদের লাউ, চিশতি বাউল-বেহায়া মন, কুদ্দুস বয়াতী-পাগলা ঘোড়া, ফকির শাহাবুদ্দিন-পাল তুলে দে গান পরিবেশন করেন।
হালের আরেক জনপ্রিয় ক্রেজ কন্ঠশিল্পী হৃদয় খানের কন্ঠে শোনা যায়- কী জ্বালা, অবুঝ ভালোবাসা এবং চাই না মেয়ে তুমি’র মতো গান গেয়ে মুগ্ধ করেন শ্রোতাদের।
শুধু তাই নয়, তাপসের গান থেকেই জমে ওঠে কনসার্ট। তবে শেষটা হয় বিরহী সুরে, হৃদয় ভাঙার গান দিয়ে। এলআরবি’র ‘সেই তুমিতে’ সাঙ্গ হয় উপভোগ্যকর এই কনসার্ট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনে মেগা কনসার্টের উৎসবমুখর সমাপ্তিতে সন্তুষ্ট ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।
মঞ্চে কনসার্টের বিদায়ী বক্তৃতায় তিনি বলেন, ‘আজকে প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর অসাধারণ সফলতায় ভরা ৫ বছর অতিবাহিত করেছেন, তাঁর একটি অসাধারণ সফল সমাপ্তি করলাম ময়মনসিংহ স্টেডিয়ামে। এই ধরণের আয়োজনের মধ্যে দিয়ে বাঙালি সংস্কৃতির গৌরবোজ্জ্বল অধ্যায় ও ফোন গানকে বিশ্বের বুকে তুলে ধরা হচ্ছে।’
কালের আলো/এএ