শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্রনীতিতে আমরা সফল : ড. মোমেন

প্রকাশিতঃ 6:19 pm | December 29, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ সফল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছি তাতে আমরা সফল হয়েছি। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের প্রায় দুইশত ছত্রিশটি দেশের স্বনামখ্যাত ব্যক্তিত্ব, একশত চুরানব্বইটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন: সিলেটের স্বার্থে নিরাপস পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্বপূর্ণ বার্তায় সরগরম রাজনীতি

বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, সিলেটের উন্নয়নের প্রতি অতি আন্তরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের উন্নয়নে দিতে রাজি আছেন সব কিছু। না চাইতেই আমাদের অনেক কিছু দেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য কোন বিবেধ সৃষ্টি করবেন না। অনেকে বলে মেয়র আরিফ এটা করেছেন, আমি বলি এটা সিটি কর্পোরেশন করছে। বর্তমান সরকার সিলেটের উন্নয়নের জন্য অনেক অর্থ দিয়েছেন। সেটা তারা খরচ করছেন বলেই কাজ হচ্ছে সিলেটে।

সিলেটের সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদানের জন্য সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ হতে তাঁকে অভ্যর্থনা জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের উদ্যোগে ছোট আয়তনের সিলেট সিটি কর্পোরেশনের এলাকা বর্তমানে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

সিলেটবাসীর জীবনমানের উন্নয়নে তার উদ্যোগ ও ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, সিলেট মহানগরকে এশিয়ার অন্যতম আকর্ষণীয় ও মডেল শহরে রূপান্তর করতে পররাষ্ট্রমন্ত্রী নির্দেশনায় অনেকগুলো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, সিলেট শহরের সড়কের পাশে ওয়াকওয়ে নির্মাণ, হাসপাতালের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ ঢাকা-সিলেট মহাসড়ক ৬-লেনে উন্নীত করতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যে ভূমিকা পালন করেছেন তার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বক্তব্য রাখেন।

কালের আলো/এসমবি/এমএইচএ