খ্রিস্টান ধর্মাবলম্বীদের র্যাব ডিজির বড় দিনের শুভেচ্ছা
প্রকাশিতঃ 9:40 pm | December 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
খ্রিষ্টধর্মের অনুসারীসহ সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) চৌধুরী আবদুল্লাহ-আল মামুন।
তিনি শুভেচ্ছা বার্তায় বাংলাদেশে অবস্থানরত খ্রিস্টান ধর্মাবলম্বীসহ পৃথিবীর সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান। এছাড়াও র্যাব ডিজির পক্ষথেকে বিভিন্ন চার্চে বড় দিনের শুভেচ্ছা কেক পাঠানো হয়।
শনিবার (২৫ ডিসেম্বর) র্যাব সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় র্যাব ডিজি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে খৃষ্টান ধর্মালম্বীসহ অন্য ধর্মাবলম্বীদেরকেও শান্তিপূর্ণ, সার্বজনীন ও উৎসবমুখরভাবে বড়দিন উৎসবমুখরভাবে উদযাপনের জন্য অনুরোধ করেন।

তিনি বলেন, বড়দিনের উতসবে সকল ধর্মের মানুষের উৎসবমুখর অংশগ্রহনের মাধ্যমে সাম্প্রদায়িক সংহতি বৃদ্ধি পাবে বিশ্বভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে।
র্যাব সদরদপ্তর জানায়, রাজধানী উত্তরার হলি স্পিরিট চার্চ, মিরপুরের হলি বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ, কাকরাইলের গীর্জাসহ র্যাবের ব্যাটালিয়নসমূহের নিজ নিজ অধিক্ষেত্রের চার্চসমূহে র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে কেক প্রেরণ করা হয়।

কালের আলো/এসবি/এমএম