বিসিএসে ভূ-তত্ত্ব বিষয়ে পৃথক ক্যাডার চালু এখন সময়ের দাবি: বশেফমুবিপ্রবি উপাচার্য
প্রকাশিতঃ 8:39 pm | December 13, 2021

বশেফমুবিপ্রবি সংবাদদাতা, কালের আলোঃ
বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিষয়ে পৃথক ক্যাডার চালু করে করার দাবি জানিয়েছেন জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য ও প্রখ্যাত ভূ-তত্ত্ববিদ প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘গৌরবের ৫০ বছর ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, দেশের খনিজসম্পদ এবং অনুসন্ধানে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কিন্তু এ বিভাগের শিক্ষার্থীদের জন্য সিভিল সার্ভিসে পৃথক ক্যাডার নেই। এ বিষয়ে আমরা বিভিন্ন সময় সহকর্মীদের নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু অন্তুর্ভুক্ত হয়নি। অথচ অন্যান্য অনেক বিষয়ে রয়েছে।
‘যেহেতু জিওলজিস্টরা খনিজসম্পদ অনুসন্ধানে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই পৃথক ক্যাডারে জিওলজিস্টদের নিয়োগ দিতে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর ছাড়াও সংশ্লিষ্ট দপ্তর/বিভাগের প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টি করে বিসিএস-এ নিয়োগ দেয়া এখন সময়ের দাবি।’
এ দাবি পূরণের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. কামরুল হাসান, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জনাব মঈনউদ্দিন আহমেদ, ড. একেএম খুরশীদ আলম, জনাব এটিএম আসাদুজ্জামান, ড. নেহাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালে আলো/টিআরকে/এসআইএল