ষাটোর্ধ্বদের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে
প্রকাশিতঃ 5:07 pm | November 30, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সীদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
জাহিদ মালেক বলেন, ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ রোধে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৬০ বছরের বেশি বয়স্কদের টিকার বুস্টার ডোজ দিবো। এ পর্যন্ত ৬ কোটি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৪ কোটি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয় গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনের কাউকেই শনাক্ত করা যাচ্ছে না। তারা ঠিকানা ভুল দিয়েছে। তাদের ফোনও বন্ধ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলো থেকে যারা দেশে ফিরছেন তাদেরকে সশস্ত্র বাহিনীর তত্বাবধানে কোয়ারেন্টাইনে রাখা হবে। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সীমিত করারও পরামর্শ দিয়েছেন তিনি।
কালের আলো/টিআরকে/এসআইএল