মাদারীপুরে শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিতঃ 3:00 pm | November 29, 2021

কালের আলো সংবাদদাতা:
মাদারীপুর জেলার রাজৈরের সেনদিয়া গ্রামে আদুরী আক্তার (৫) নামে এক শিশুকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন। একই মামলায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মাদারীপুর জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বিষয়টি নিশ্চিত করেছেন।
মত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাজৈর পশ্চিম স্বরমঙলের রফিক হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার (৪১), কোদালিয়া বাজিতপুরের মুহিত গাছীর ছেলে রিমন হোসাইন ওরফে ইমন গাছী (৩২) ও পিরোজপুর জেলার ভৈরমপুরের রফিকুল ইসলাম মোল্লার ছেলে শফিকুল ইসলাম মোল্লা (৩১)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ৬টার দিকে সেনদিয়া জামে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় টুকু সরদারের মেয়ে আদুরী আক্তার (০৫)। পরে টুকু সরদার বাদী হয়ে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পরে ওই মসজিদের ইমাম শফিকুল ইসলামকে রাজৈর থানা পুলিশ গ্রেপ্তার করলে তিনি পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করেন। তার দেয়া তথ্য অনুযায়ী মসজিদের পাশ থেকে আদুরী আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তিন আসামি উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
নিহতের বাবা টুকু সরদার বলেন, ‘আমার মেয়ে হত্যার রায়ে আমি খুশি হয়েছি। সরকারের কাছে আমার একটাই দাবি, ফাঁসির রায় যেন দ্রুত কার্যকর হয়।
কালের আলো/টিআরকে/এসআইএল