সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন এমপি

প্রকাশিতঃ 2:50 pm | November 28, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

নিউজিল্যান্ডের সংসদ সদস্য জুলি অ্যান জেন্টার সদ্য মা হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) ভোরে প্রসবকালীন ব্যাথা অনুভব হলে সাইকেল চালিয়েই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। হাসপাতালে পৌঁছানোর এক ঘণ্টা পর সন্তান জন্ম দেন তিনি।

জুলি অ্যান জেন্টার সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘বড় খবর! আজ সকালে আমরা আমাদের পরিবারে নতুন একজন সদস্যকে স্বাগত জানিয়েছি। সত্যিকার অর্থে প্রসবকালীন সময়ে আমার সাইকেল চালানোর মতো কোন পরিকল্পনা ছিল না। কিন্তু এটি ঘটে গিয়েছে।

জুলি বলেন, ‘যখন আমরা হাসপাতালে যাওয়ার জন্য ২টায় রওনা হলাম তখন আমার শারীরিক অবস্থা তেমন খারাপ ছিল না। বাসা থেকে হাসপাতালের ব্যবধান ২-৩ মিনিটের। কিন্তু আমার পৌঁছাতে ১০ মিনিটের মতো সময় লেগে যায় এবং যন্ত্রণার তীব্রতা বেড়ে যায়’। তিনি আরও বলেন, ‘আশ্চর্যজনকভাবে আমাদের সন্তান এখন সুস্থ এবং সে তার বাবার মতো ঘুমাচ্ছে’।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করার পর প্রশংসায় ভাসছেন ওই সংসদ সদস্যা। একজন লিখেছেন, প্রসববেদনা শুরু হওয়ার পর বাইক চালিয়ে হাসপাতালে যাওয়ার বিষয়টি সত্যিই প্রশংসার।

আরেকজন লিখেছেন, প্রসবযন্ত্রণা নিয়েও বাইক চালিয়ে হাসপাতালে গেছেন, আপনিই প্রকৃত সংসদ সদস্য।

কালের আলো/টিআরকে/এসআইএল