মইনুল কেন জেলে, জানতে চান ড. কামাল
প্রকাশিতঃ 8:52 pm | October 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রবীণ আইনজীবী ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে যেভাবে কারাগারে নেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানাই। সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সরকারের মনোচিকিৎসক দিয়ে মাথা পরীক্ষা করা হোক। কি আশ্চর্য? কেন তিনি জেলে উত্তর চাই।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে সুপ্রিমকোর্ট বার অ্যাসোশিয়েশনের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আলোচনা সভার আয়োজন করে।
আইনমন্ত্রীর উদ্দেশ্যে প্রবীণ আইনজীবী বলেন, সরকারের একটা আইনমন্ত্রী আছে? তার বাবা আমার সহকর্মী ছিলেন। কিন্তু তুমি কি হয়েছ? এস তোমার সাথে আইনের বই নিয়ে বসব। কোন আইনে তুমি মইনুল হোসেনকে গ্রেফতার করেছ। যার চাকরি করছ তাকে বোঝাও সংবিধানে এমন কোন ক্ষমতা কাউকে দেওয়া হয় নি- যে কাউকে গ্রেফতার করা যাবে। বোঝানোর ক্ষমতা না থাকলে আমাদের কাছে আস। আমি কখনো ভাবিনি এসব দেখতে হবে।
তিনি আরও বলেন, কোন দেশের প্রধানমন্ত্রী আছে, যিনি প্রকাশ্যে মামলা করার পরামর্শ দেন। আইনমন্ত্রী বোঝাও তাকে তুমি, যার চাকরি করো তাকে বোঝাও। তুমি ক্রিমিনাল কোর্টে কিছু প্রাকটিস করে তো আইনমন্ত্রী হয়েছ জামিনযোগ্য মামলা বোঝ তো? আইনমন্ত্রী তোমার কাছে সময় চাই। তোমার সাথে আমি বসব। দুইদিন পার্লামেন্ট আছে ওখানে বক্তব্য দাও।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, যেকোন ফ্যাসিবাদ সরকারকে সরাতে হলে ঐক্য প্রয়োজন। সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ঐক্যের কথা মুখে মুখে। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকে সরকার বিচলিত।
বিরোধীদল যেন নির্বাচনে আসতে না পারে সে জন্য সরকার নীল নকশা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সুপ্রীমকোর্ট বারের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, গণফোরামের কার্যনির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।
কালের আলো/ওএইচ