উপসচিব হলেন ২৫৬ কর্মকর্তা
প্রকাশিতঃ 10:35 am | October 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উপসচিব পদে জনপ্রশাসনের আরও ২৫৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।
সিনিয়র সহকারী সচিব ও এই পদমর্যাদার কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে বুধবার (২৪ অক্টোবর) মধ্যরাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি উপসচিব পদে ৪২৪ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশ’র মত। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ার বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ জন।
চলতি বছরের ২৯ আগস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয় সরকার।
২০১৭ সালের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং গত ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
২০১৭ সালের ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ জন কর্মকর্তা।
২০১৬ সালের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
কালের আলো/ওএইচ