পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী নাজমুল হত্যাকান্ড, গ্রেফতার ৪

প্রকাশিতঃ 4:17 pm | November 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

চাঞ্চল্যকর ও আলোচিত মৌলভীবাজারের চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি বাবর মিয়াসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও সিলেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- বাবর মিয়া (২৮), রাসেল মিয়া, মাসুদ মিয়া (৪২) এবং মোঃ মরদিছ মিয়া (৬৮)।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর অভিযানে আজ ভোরে রাজধানীর যাত্রাবাড়ী ও মৌলভিবাজার হতে বর্ণিত নৃশংসভাবে হত্যার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িতদের আটক করে।

খন্দকার আল মঈন জানান, পারিবারিক এবং ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভিকটিম নাজমুল হাসানের সাথে একই এলাকার বাসিন্দা আব্দুল আহাদ নাইছ মিয়ার সন্তানদের সাথে দ্বন্দ্ব চলছিল। এরই এক পর্যায়ে ভিকটিম মৃত নাজমুল হাসান দলের হামলায় আব্দুল আহাদ নাইছ মিয়ার সন্তান জুয়েলের পা ভেঙ্গে যায় বলে জানা যায়।

তিনি বলেন, গ্রেফতারকৃত বাবর ও রাসেল এবং মামলার আসামী তোফায়েল ও জুয়েল পরস্পর সহোদর। এছাড়াও মামলার ১নং আসামী তোফাজ্জল এর শ্বশুর এর সাথে ভিকটিমের ব্যবসায়িক দ্ব›দ্ব ও মারামারি হয়। জানা যায়, ভিকটিম ও আসামীদের আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীতা নিয়ে প্রতিদন্ধিতা ছিল। মূলত পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয় বলে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, নিজ ভ্রাতার হামলার প্রতিশোধ নিতে চারভাই কর্তৃক ভিকটিমের প্রতিপক্ষদের যোগসাজশে এই নৃশংস হামলার পরিকল্পনা করা হয়। হত্যাকান্ডের মূল নেতৃত্বে থাকে তোফায়েল। গত ৩০ অক্টোবর ২০২১ তারিখ হত্যাকান্ডের পূর্বের দিন হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী তোফায়েল মিয়া ও বাবর ঘটনাস্থল পর্যবেক্ষণ করে হত্যাকান্ডের পরিকল্পনা গ্রহণ করে। হত্যাকান্ডের দিন আসামীরা মৌলভীবাজার সদর এর জগন্নাথপুরে একত্রিত হয়ে একটি ভাড়াকৃত মাইক্রোবাস যোগে চৈত্রঘাট বাজারের উদ্দেশ্যে গমন করে।

এ সময় ভিকটিম নাজমুল হাসান চৈত্রঘাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে ঘটনাস্থলের সামনে হত্যাকারীরা মাইক্রোবাস থেকে নেমে রামদা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাবের মূখপাত্র।

কালের আলো/এসবি/এমএম