সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদ গ্রেপ্তার
প্রকাশিতঃ 3:24 pm | October 13, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা পুলিশ। তিনি দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি।
গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
বুধবার (১৩ অক্টোবর) ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, এ এইচ এম ফুয়াদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল।
দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুরের আলোচিত দুই ভাই আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে সিআইডির করা মামলার অভিযোগপত্রে আসামির তালিকায় চার নম্বরে এএইচএম ফুয়াদের নাম রয়েছে।
নগরকান্দার উপজেলার বিলনালিয়া এলাকার মোজদার চোকদারের ছেলে ফুয়াদ সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএসের দায়িত্বে ছিলেন।
কালের আলো/টিআরকে/এসআইএল