টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে মিরপুরের তিন বান্ধবী উধাও
প্রকাশিতঃ 8:56 pm | October 01, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানীর মিরপুরের পল্লবীতে কলেজ পড়ুয়া তিন বান্ধবী বাসা থেকে উধাও হয়ে গেছেন। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছেন।
তিন ছাত্রীর দুইজন কলেজপড়ুয়া, একজন দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের বয়স ১৮ বছরের মধ্যে।
গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছেন না। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
তাদের পরিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিদেশে নেয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। এজন্য তারা বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার এএসএম মাহাতাব উদ্দিন শুক্রবার (১ অক্টোবর) জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি ওই তিনজনকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
কালের আলো/বিএস/এমএন