ভক্তদের সুখবর দিলেন শাবনূর
প্রকাশিতঃ 4:15 pm | September 16, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। একসময়ের পর্দা কাঁপানো এই অভিনেত্রীকে এখন আর পর্দায় দেখা যায় না। সিনেমাকে বিদায় জানিয়ে অনেক আগেই বিদেশ পাড়ি জমিয়েছেন তিনি।
মাঝেমধ্যে দেশে আসলেও গুটিকয়েক অনুষ্ঠানেই দেখা যায় কেবল। হঠাৎ করে বড়পর্দায় এই রকম অনিয়মিত হওয়ায় শাবনূর ভক্তরা বেশ নিরাশ। এমনকি সোশ্যাল মিডিয়ায় অন্যান্য তারকা নিয়মিত হলেও সেখানেও অনুপস্থিত অভিনেত্রী।
নিয়মিত কাজ না করলেও শাবনূরের জনপ্রিয়তা এতটুকু কমেনি। ভক্তরা এখনো এই সুপারস্টার নায়িকার জন্য মুখিয়ে থাকেন। শাবনূরও ভক্তদের সেই ভালোবাসা বহুদূরে বসেও টের পান। আর তাই ভক্তদের ভালোবাসা পেতে ইউটিউবে হাজির হলেন শাবনূর।
এ বিষয়ে শাবনূর বলেন, আমি কিন্তু হুট করেই ইউটিউবে চ্যানেল খুলিনি। এটা আমার অনেক দিনের প্ল্যান। অবশেষে তা করা হলো। আগেই অফিশিয়াল ফেসবুক পেজ করেছি। ইনস্টাগ্রামেও সক্রিয় আছি। এত দিনে এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন, আমি কেন নেই। অনেকেই আপডেট জানতে চাইতেন। এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।
নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। দেশে থাকছেন না তিনি। দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সেখানেই ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন।
১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনি রাতে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাবনূর। ঢালিউডের বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন শাবনূর। সালমান শাহের সঙ্গে তার জুটি বেশি জনপ্রিয় ছিল। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
কালের আলো/টিআরকে/এসআইএল