মেট্রোরেল প্রকল্পে চুরি, গ্রেফতার ১১

প্রকাশিতঃ 5:17 pm | September 13, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গতকাল রোববার রাত থেকে গ্রেফতার অভিযান চালিয়ে আজ সকাল ১০টার দিকে অভিযান শেষ হয়।

২০১৩ সালে মেট্রোরেল তৈরির পরিকল্পনা শুরু হলেও এর বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাস্তবায়িত করা হবে এ প্রকল্প।

কালের আলো/টিআরকে/এসআইএল