অনুশীলনে ফিরেছেন সাকিব
প্রকাশিতঃ 10:28 pm | August 28, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর এক দিন পর যোগ দিয়েছেন সাকিব আল হাসান। শনিবার (২৮ আগস্ট) দুপুরে মিরপুরে নিউজিল্যান্ড সিরিজের অনুশীলনে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গতকাল শুক্রবার (২৭ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে টাইগাররা। একদিন পর আজ শনিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গত ২৪ আগস্ট রাতে তিনি দেশে ফিরেছেন। এরপর যেতে হয় তিন দিনের কোয়ারেন্টিনে। ফলে একদিন পর শুরু হয় তার প্রস্তুতিপর্ব।
গত ২৪ আগস্ট দল জৈব সুরক্ষায় প্রবেশ করলেও সাকিবকে অন্য হোটেলে রুম কোয়ারেন্টিনে থাকতে হয়। অবশেষে আজ ২৮ আগস্ট শেষ হয় তার কোয়ারেন্টিন। এরপর আজ তিনি মিরপুর শেরে বাংলায় অনুশীলনে নামেন। বেলা ২টায় শুরু হয়ে সাকিব- মাহমুদউল্লাহদের অনুশীলন চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ১ সেপ্টম্বর পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে ৩১ আগন্ট পর্যন্ত চলবে অনুশীলন।
শেরে বাংলা স্টেডিয়ামে বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের সময়ের সঙ্গে মিল রেখে ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়।
কালের আলো/টিআরকে/এসআইএল