বাংলা টাইগার্সের অধিনায়ক হলেন ডু প্লেসি

প্রকাশিতঃ 6:26 pm | August 28, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আবু ধাবি টি-টেন লিগ টুর্নামেন্টের পঞ্চম আসরে বাংলা টাইগার্স দলের আইকন খেলোয়াড় তিনি। পাশাপাশি ডু প্লেসি বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন।

বাংলা টাইগার্সের অধিনায়কত্ব পাওয়ার পর ডু প্লেসি বলেন, নতুন ফরম্যাটের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য রোমাঞ্চের বিষয়। বাংলা টাইগার্স দলকে প্রতিনিধিত্ব করা এবং বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। আশা করি সামনের সময়টা দুর্দান্ত হবে।

এদিকে বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী বলেন, ফাফ ডু প্লেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় দলে পাওয়া সত্যিই অনেক বড় বিষয়। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ফরম্যাট ভেদে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত খেলেছেন। তাকে দলে পাওয়া আমাদের জন্য সম্মানের। আমি ফাফকে বাংলা টাইগার্সে স্বাগত জানাই।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০ টি-২০ খেলেছেন ডু প্লেসি। তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন তিনি।

কালের আলো/টিআরকে/এসআইএল