‘দু’চোখে যা উন্নয়ন দেখবেন সব শেখ হাসিনার সরকারের’

প্রকাশিতঃ 10:21 pm | October 14, 2018

ফুলবাড়িয়া প্রতিনিধি, কালের আলো:

ফুলবাড়ীয়া উপজেলাধীন ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নে মনাকুশা ও নবীনগর বি.এইচ দাখিল মাদ্রাসার বহুতল ভবন একটি রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করেন মহান মুক্তিযোদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য, ফুলবাড়ীয়া থেকে নির্বাচিত পাঁচবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মোসলেম উদ্দিন অ্যাডভোকেট।

তিনি বলেন, এই ইউনিয়নে রাস্তাঘাট পুল-কালভাট, দালান কোটা স্কুল মাদ্রারাসা বা প্রতিষ্ঠানের এমপিও ভূক্তি ও দু-চোখে যা কিছু দেখবেন সব উন্নয়ন শেখ হাসিনার সরকারের। শুধু এই ইউনিয়ন নয় ফুলবাড়ীয়ার উপজেলার ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভার সমস্ত উন্নয়ন নৌকার সরকারের আমলে হয়েছে। শেখ হাসিনার সরকার ছাড়া ফুলবাড়ীয়ায় কোন মাদ্রারাসার বহুতল ভবন হয়নি।

রোববার মাদ্রাসা মাঠে আয়োজিত ম্যানেজিং কমিটির সভাপতি মো: ছিদ্দিকুর রহমান মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদ সদস্য মো. রুহুল আমিন, মাদ্রাসা সুপার জালাল উদ্দিন, আ’লীগ নেতা কেরামত আলী জিন্নাহ, মোঃ মোজিবুর রহমান খান, হারুন অর রশিদ হারুন প্রমুখ বক্তব্য রাখেন। মাদ্রাসা দু’টি শিক্ষা প্রকৌশল অধিপ্তরের তত্ত্ববধানে বাস্তবায়িত হবে।

কালের আলো/ওএইচ