২০ দলীয় জোটের বৈঠক সোমবার

প্রকাশিতঃ 10:14 pm | October 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছে বিএনপি।

সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া।

এর আগে শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে বিএনপি।

কালের আলো/ওএইচ