তালেবানের ভয়ে পাকিস্তানে নাও যেতে পারে নিউজিল্যান্ড

প্রকাশিতঃ 9:43 pm | August 18, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলতে পাকিস্তান সফর করেছে। দেশে পুরোপুরিভাবে ক্রিকেট ফেরাতে টি-২০ বিশ্বকাপের আগে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো পাকিস্তানের। কিন্তু আফগানিস্তানের ক্ষমতা তালেবান দখলে নেওয়ায় থমকে যেতে পারে পিসিবি’র ওই আয়োজন।

সেপ্টেম্বর ও অক্টোবরে পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তানের নিকট প্রতিবেশি দেশ আফগানিস্তানে তালেবান অভ্যুত্থানের কারণে কিউই ক্রিকেটারদের মধ্যে ভয় ডানা বেধেছে।

এ নিয়ে ভয়ে আছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আগামী সপ্তাহে নিরাপত্তা পর্যবেক্ষক রেগ ডিকেসনের পাকিস্তান পরিদর্শনে যাওয়ার কথা। মূলত তার রিপোর্টের ওপরই নির্ভর করছে সিরিজটি।

এ নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস বলেন, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু আফগানিস্তানে গেল কয়েকদিনে যা কিছু হয়েছে, সেটা খুবই দুঃখের ব্যাপারে। এখন ক্রিকেটাররাসহ অনেকেই প্রশ্ন করছেন, পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা কেমন থাকবে। আর এটা একদম স্বাভাবিক।

যদিও বাংলাদেশে সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। পাকিস্তানের আগে বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক ডিকেসন। তার রিপোর্ট অনুযায়ীই বাংলাদেশে আসবে কিউই ক্রিকেটাররা।

প্রসঙ্গত, ২০০২ সালে করাচিতে বোমা হামলার কারণে সিরিজ বাকি রেখেই দেশে ফিরে যান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এর এক বছর পর এসে ওই সিরিজটি শেষ করেন তারা। এরপর আর পাকিস্তান সফরে যায়নি কিউইরা। ১৮ বছর পর এবার পাকিস্তানে যাওয়ার কথা ছিল তাদের। সেটিও এখন শঙ্কায় পড়ে গেল।

কালের আলো/টিআরকে/এসআইএল