৩০ জানুয়ারিই ভোট, আপিল করবে বাদীপক্ষ

প্রকাশিতঃ 4:58 pm | January 14, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজার জন্য ভোটের তারিখ পরিবর্তন চেয়ে এক রিট খারিজ করে দিয়ে এদিন ভোটে বাধা নেই বলে সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট এ আদেশ দেন।

তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে বাদী পক্ষ।

এর আগে গতকাল সোমবার সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয়। আজ আদেশের তারিখ ধার্য করেছিলেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

কালের আলো/এসএস/এডিবি