নানকের সুস্থতা কামনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের মিলাদ ও দোয়া
প্রকাশিতঃ 12:22 am | January 08, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সুস্থতা কামনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বাদ মাগরিব ময়মনসিংহ নগরীর নাহার রোড জামে মসজিদ,জিলাস্কুল জামে মসজিদ, নতুন বাজার মসজিদ ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর বাদ এশা নগরীর নতুনবাজার মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির নিজস্ব কার্যালয়ে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি,শাহীন আলম,উবায়েদ উল্লাহ,পরাগ সরকার, প্রসঞ্জিত বড়ুয়া, রাজ্জাক, নাজমুল, মিনহাজ, আরাফাত, শুভ ও প্রমুখ।
প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন।

কালের আলো/একে/এমএইচএ