রাখাইন পরিস্থিতি পশ্চিমা মিডিয়ার অতিরঞ্জন: সিরিয়ার গ্র্যান্ড মুফতি

প্রকাশিতঃ 10:39 pm | October 04, 2017

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো অতিরঞ্জন করছে বলে দাবি করেছেন সিরিয়ার গ্র্যান্ড মুফতি (শীর্ষ ধর্মীয় নেতা) শেখ আহমদ বদরেদ্দিন হাসুন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘ওয়ার্ল্ড ইজ ওয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মিয়ানমার সরকারের বিরুদ্ধে বড় প্রপাগান্ডা চলছে। সংবাদমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে পরিস্থিতি সেই রকম নয়।’

চলমান সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ামার সেনাবাহিনীর আচরণকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। একে মানবতাবিরোধী অপরাধ হিসেবেও আখ্যা দেওয়া হচ্ছে। তবে রাখাইন পরিস্থিতিকে এভাবে দেখতে রাজি নন সিরিয়ার গ্র্যান্ড মুফতি। পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে চার লাখ উল্লেখ করে তিনি বলেন, ‘৪ লাখ ৫০ হাজার শরণার্থীর কথা দিনে ১০০ বার করে প্রচার করা হচ্ছে। সৌদি আরবের কারণে ইয়েমেনের ৯০ লাখ মানুষ শরণার্থী হয়েছে। কিন্তু তাদেরকে নিয়ে কিছু বলা হয় না।

‘মুসলিম বিশ্বের মনোযোগ আকর্ষণের জন্য সংবাদমাধ্যমগুলো মিয়ানমার সংকটকে বড় ইস্যুতে পরিণত করেছে। ইয়াঙ্গুনে পাঁচটি মসজিদ রয়েছে। সরকার যদি রাখাইনের মসজিদগুলো পুড়িয়ে দিয়ে থাকে তবে তারা ইয়াঙ্গুনের মসজিদগুলো পোড়াচ্ছে না কেন?’

Print Friendly, PDF & Email