কালের আলোর উদ্যোগে গোলটেবিল আলোচনা চলছে
প্রকাশিতঃ 8:43 pm | June 12, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের অন্যতম পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল কালের আলোর উদ্যোগে গোলটেবিল আলোচনা শুরু হয়েছে।
‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক এ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।
শনিবার (১২ জুন) রাত সাড়ে ৭টায় রাজধানীর মিরপুরের সিরামিক রোডে কালের আলোর কার্যালয়ে আলোচনা শুর হয়। এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, ডিআইজি (অপারেশন্স, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কালের আলোর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শামসুল আলম খান। উপস্থিত আছেন দি ডেইলি ইকোনমিক পোস্টের সম্পাদক ও প্রকাশক আবু সালেহ মোঃ মুসা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন কালের আলোর অ্যাকটিং এডিটর এম. আবদুল্লাহ আল মামুন খান।
কালের আলো/এমএম