তিতাসের ১০ কোটি টাকা আত্মসাৎকারী ফারুক গ্রেপ্তার

প্রকাশিতঃ 8:28 pm | June 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাৎ জালিয়াতির মূলহোতা ফারুককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

সোমবার (৭ জুন) সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

জানা যায়, রাজধানীর মিরপুর-২ এর ১৩ নম্বর ওয়ার্ডে ৩ বছর আগে ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামে একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ২০১৮ সালে এই প্রতিষ্ঠান চালু করেন মো. উমর ফারুক, যার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাটের চাপরাশির হাটে।

ধীরে ধীরে এলাকায় পরিচিত হয়ে ওঠে ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স। এলাকার প্রায় দেড় হাজার গ্রাহক নিয়মিত গ্যাস, পানি ও বিদ্যুতের বিল দিতেন ফারুকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। বিল নেয়ার সময় একটি বেসরকারি ব্যাংকের সিলসহ সংশ্লিষ্ট বিলের রশিদ সরবরাহ করতেন ফারুক। তবে গত ২৩ জানুয়ারি থেকে উধাও হয়ে যায় উমর ফারুক। এলাকায় তার প্রতিষ্ঠানের ৩টি দোকানের প্রতিটিতেই ঝুলছে তালা।

এর পরপরই তিতাস কর্তৃপক্ষ মাইকিং করে জানায়, বিপুলসংখ্যক গ্রাহকের গ্যাসের বিল দীর্ঘদিন ধরে বকেয়া। এ কারণে শুরু হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান। এরপরেই বেরিয়ে আসে উমর ফারুকের ভয়ঙ্কর প্রতারণার তথ্য। তার কাছে প্রায় দেড় হাজার গ্রাহকের জমা দেয়া বিল দেয়া হয়নি তিতাসে। একেকজনের বকেয়া পড়েছে দেড় থেকে দুই বছরের বিল। আনুমানিক ১০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে উধাও হন ফারুক। এতদিন আত্মগোপনে থাকার পর র‍্যাবের হাতে ধরা পড়েন এই ভয়ঙ্কর প্রতারক।

কালের আলো/আরএস/এমএইচএস