রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

প্রকাশিতঃ 2:44 pm | May 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৩ মে) থেকে শুরু করে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ১১৩ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ২২২ পিস ইয়াবা ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস