মাদ্রাসা শিক্ষার্থীদের সকল বিষয়ে সমান পারদর্শী হতে হবে: মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান

প্রকাশিতঃ 7:44 pm | July 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেছেন, ‘বর্তমান মাদ্রাসা শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের চৌকস নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম। দেশের রাজনীতি, প্রশাসন, শিক্ষা এবং সমাজব্যবস্থায় মাদ্রাসা শিক্ষার্থীরা ইতোমধ্যে অবদান রাখছে।’

তিনি বলেন, মাহারাত মাদ্রাসার শিক্ষার্থীদের উচিত তাদের জ্ঞান ও দক্ষতা আরও বাড়ানো, যাতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (০৫ জুলাই) উত্তরার মাহারাত মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেন, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাদ্রাসা শিক্ষা একটি নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা, যার মূল লক্ষ্য দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।

মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা বলেন, বর্তমান সমাজে সৎ ও মানবিক গুণসম্পন্ন মানুষের অভাব প্রকট। ফলে দুর্নীতি, ঘুষ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের বিস্তার ঘটেছে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে যদি সত্যিকার অর্থে নৈতিক মানুষ তৈরি হয়, তাহলে এদেশকে একটি শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন মাহারাত মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নুরুল্লাহ, প্রধান অতিথি হিসেবে ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা, প্রধান আলোচক হিসেবে ছিলেন মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক।

সভায় ম্যানেজিং কমিটির সদস্য মুনিরুল হক যান ও ড. তারেক মোহাম্মদ জায়েদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সবার সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

কালের আলো/এমএএইচএন