হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
প্রকাশিতঃ 9:16 pm | July 06, 2025

ক্রীড়া ডেস্ক, কালের আলো:
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ যুব দল। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল চীন; কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশকে আটকাতে পারেনি তারা। টানা তিন ম্যাচ জিতে গ্রুপে নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। সর্বশেষ ম্যাচে চীনের বিপক্ষে ৫-২ গোলের জয় তুলে নিয়েছে দলটি।
এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।
রবিবার চীনের দাঝুতে অনুষ্ঠিত পুল ‘এ’ এর ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। সপ্তম মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় দলটি। এরপর বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় ২-০। দ্বিতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকলেও তৃতীয় কোয়ার্টারে উত্তেজনা ফিরে আসে ম্যাচে।
চীন একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, দ্রুতই বাংলাদেশের তিন গোলের জবাবে ছন্দ হারায় স্বাগতিকরা। জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসান একে একে লক্ষ্যভেদ করে স্কোরলাইন দাঁড় করান ৫-১। শেষ কোয়ার্টারে চীন আরেকটি গোল করলেও তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
কালের আলো/এএএন