ডিএনসিসির করোনা হাসপাতালে সেবা দিচ্ছে আনসার-ভিডিপির ৩০ মেডিকেল অ্যাসিস্টেন্ট

প্রকাশিতঃ 7:29 pm | May 03, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর মহাখালীতে চালু হয়েছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।

নতুন এই বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সহযোগিতায় ৩০ জন মেডিকেল অ্যাসিস্টেন্ট নিয়োগ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার(০৩ এপ্রিল) আনসার-ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্ব-উদ্যোগে বাহিনীর ৩০ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে শনিবার(০১ মে) থেকে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত করা হয়েছে।

আনসার জানায়, এই ত্রিশজন মেডিকেল অ্যাসিস্টেন্ট ইতোপূর্বে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হতে ১ বছর মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং প্রশিক্ষণ চলাকালীন করোনারোগীসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রম প্রতিপালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সম্মুখ সারিরযোদ্ধা হিসেবে লকডাউন বাস্তবায়ন, করোনা আক্রান্তদের বাসায় সতর্কতামূলক লাল পতাকা উত্তোলন, বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা প্রদান, নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ, সুরক্ষা সামগ্রী বিতরণ, বোরো চাষীদের ধান কাটা, করোনার টিকা প্রদানে সকলকে উৎসাহিত ও নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতাকরনসহ করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

কালের আলো/এসযে/এমএইচএ