দেশে করোনায় এক মাসে ২৪০৪ জনের মৃত্যু, শনাক্ত দেড় লাখ
প্রকাশিতঃ 11:46 pm | May 01, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গত বছরের মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণের পর ১৪ মাসের মধ্যে চলতি বছরের এপ্রিল মাসে শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত এক মাসে দেশে করোনায় মারা গেছেন দুই হাজার ৪০৪ জন, যা মোট মৃত্যুর ২০ শতাংশ। আর এই এক মাসে শনাক্ত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এপ্রিল মাসে সাত লাখ ৯৯ হাজার ১২৮টি নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন। এর আগে কোনো মাসেই শনাক্ত লাখের ঘর পার হয়নি।
দেশে গত বছরের মার্চে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ওই মাসে মোট শনাক্ত হন ৫১ জন। এরপর এপ্রিলে সাত হাজার ৬১৬ জন, মে’তে ৩৯ হাজার ৪৮৬ জন, জুনে ৯৮ হাজার ৩৩০ জন, জুলাইয়ে ৯২ হাজার ১৭৮ জন, আগস্টে ৭৫ হাজার ৩৩৫ জন, সেপ্টেম্বরে ৫০ হাজার ৪৮৩ জন, অক্টোবরে ৪৪ হাজার ২০৫ জন, নভেম্বরে ৫৭ হাজার ২৪৮ জন, ডিসেম্বরে ৪৮ হাজার ৫৭৮ জন শনাক্ত হন। এই বছরের জানুয়ারিতে শনাক্ত ২১ হাজার ৬২৯ জন, ফেব্রুয়ারিতে ১১ হাজার ৭৭ জন, মার্চে ৬৫ হাজার ৭৯ জন এবং এপ্রিলে সর্বাধিক এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন।
মৃত্যুর হিসেবে গত এপ্রিল মাস অন্য সব মাসের চেয়ে ছাড়িয়ে গেছে। এর আগে এক মাসে সর্বাধিক মৃত্যু ছিল গত বছরের জুলাইয়ে, এক হাজার ২৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের মার্চে ৫ জন, এপ্রিলে ১৬৩ জন, মে’তে ৪৮২ জন, জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইয়ে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন, ডিসেম্বরে ৯১৫ জন মারা যান। এই বছরের জানুয়ারিতে মৃত্যু ২৮১, ফেব্রুয়ারিতে ২৮১, মার্চে ৬৩৮ এবং এপ্রিলে সর্বাধিক দুই হাজার ৪০৪ জনের।
এদিকে শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১১৭টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৫২ জন শনাক্ত হন, যা ৪৬ দিন পর সবচেয়ে কম। এর আগে সবশেষ ১৪ মার্চ ১ হাজার ১৫৯ জন শনাক্ত হন। আর ১৫ মার্চ তা বেড়ে ১ হাজার ৭৭৩ জন হয়, যা ৮৭ দিন পর সর্বেোচ্চ ছিল। নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৬১ শতাংশ। গতকাল ছিল ১০.৩৪ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য দুই শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ।
গত একদিনে করোনাভাইরাসে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে, যা প্রায় চার সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। গতকাল ৫৭ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ২৪৫ জন। আর এখন পর্যন্ত সুস্থ হলেন ছয় লাখ ৮৪ হাজার ৬৭১ জন।
কালের আলো/এসজে/এমএম