ফুডপান্ডার কর্মচারীকে মারধর, অভিযুক্ত ‘প্রভাবশালী’ গ্রেফতার

প্রকাশিতঃ 9:45 pm | April 17, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ফুডপান্ডার কর্মচারীকে মারধরের অভিযোগে পুলিশ সদর দফতরের নির্দেশে শাহিদুর রহমান সুজন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(১৭ এপ্রিল) পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো সোহেল রানা জানান, জনৈক ব্যক্তি পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর অফিসিয়াল ফেসবুক পেজ’র ইনবক্সে মোবাইলে ধারণকৃত একটি ভিডিও পাঠায়।

ভিডিওতে দেখা যায়, সাভারের বনপুকুল এলাকায় এক স্থানীয় ব্যক্তি ফুডপান্ডার এক ডেলিভারি ম্যানকে বেধড়ক মারধর করছেন। এ ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং সাভার থানার ওসি এ এফ এম সায়েদকে নির্দেশনা দেয়, এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে।

পুলিশ সদরদপ্তর জানায়, সাভার থানার ওসি এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। দ্রুততম সময়ে তিনি একজন কর্মকর্তার নেতৃত্বে একটি টিমকে দায়িত্ব প্রদান করে এই বিষয়ে ব্যবস্থা নিতে। উক্ত টিম তাৎক্ষণিক ও প্রাথমিক তদন্তে জানতে পারে, ফুডপান্ডার উক্ত কর্মচারী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অর্ডারকৃত খাদ্য পৌঁছে দিতে এসেছিলেন। অভিযুক্ত শাহিদুর রহমান সুজন তাকে বাড়ির ওপরে রুমে গিয়ে প্যাকেটটি দিয়ে আসতে বলে। কিন্তু ফুডপান্ডার কর্মচারী তার সাইকেল চুরি যেতে পারে এই ভয়ে অভিযুক্তকে বাড়ির নীচ থেকে অর্ডারকৃত খাবারের প্যাকেটটি সংগ্রহ করার অনুরোধ করে। অভিযুক্ত ব্যক্তি রেগে গিয়ে নীচে নেমে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। এই ভিডিওতে ফুডপান্ডার কর্মচারীর গায়ে আরও একজনকে হাত তুলতে দেখা যায়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্তকে শনিবার গ্রেফতার করে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, অভিযুক্ত সুজন একজন সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। এলাকায় তিনি প্রভাবশালী হওয়ায় ভিডিও ধারণকারী ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার পোস্টটি সরিয়ে নিতেও বাধ্য হয়েছিলেন।

কালের আলো/এসআর/এমএম