সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আইজিপি’র শোক
প্রকাশিতঃ 9:40 pm | April 14, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নবনির্বাচিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
বুধবার(১৪ এপ্রিল) সন্ধ্যায় আইজিপি এক শোক বার্তায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এডভোকেট আব্দুল মতিন খসরু জনমানুষের নেতা ছিলেন। কুমিল্লা-৫ আসন থেকে পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ও একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি দেশের আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি বলেন, আইন মন্ত্রী থাকাকালে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারে তার অনবদ্য ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কালের আলো/ডিএসবি/এমএম