টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 11:50 am | March 27, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার(২৭ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান বঙ্গবন্ধুকন্যা। এর আগে ঢাকা থেকে হেলিকাপ্টারযোগে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান তিনি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করবেন বাংলাদেশের সরকারপ্রধান।
সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুদিনের বাংলাদেশ সফরে গতকাল ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে আজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন যান তিনি। সেখানে পূজা অর্চনা শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছে নরেন্দ্র মোদি।
কালের আলো/ডিএসবি/এমএম