প্রতিরক্ষা সচিবের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিতঃ 10:42 pm | March 25, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
বৃহস্পতিবার (২৫মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিমানবাহিনী প্রধান ও তার সঙ্গে থাকা বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম সেলিনা হক। স্বাগত বক্তব্য শেষে ২৫ মার্চ কালরাত্রিসহ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে সংঘটিত গণহত্যা এর ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এরপর বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে বিমানবাহিনীর সাফল্য এবং চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর আলোকপাত করে একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়।

বিমানবাহিনী প্রধান তাঁর বক্তব্যে, বাংলার আকাশসীমাকে নিরাপদ রাখার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে বাহিনীর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও বলিষ্ঠ ভূমিকা পালনের বিষয়ে আলোকপাত করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, গত ৫০ বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে তার পেছনে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব।

কালের আলো/ডিএসকে/এমএম