বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাইডেন ও পুতিনের বার্তা

প্রকাশিতঃ 5:04 pm | March 23, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা দিয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা খুব শিগগিরই হস্তান্তর করা হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন যে, প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা আসছে।

মঙ্গলবার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা বাংলাদেশ সফর করছেন এবং যারা আসতে পারেননি, তারা বিভিন্ন বার্তা দিচ্ছেন বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল (সোমবার) আমরা যুক্তরাজ্যের রানি এলিজাবেথের বার্তা পেয়েছি। তাছাড়া অন্যদেরও বার্তা পেয়েছি। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, স্পেনের রাজা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা পেয়েছি।’

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমাদের ওপরে আস্থা রাখছেন জানিয়ে মোমেন বলেন, ‘এরইমধ্যে চীনের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ভিডিও বার্তা দিয়েছেন।’

তিনি বলেন, ‘জার্মান প্রেসিডেন্ট বলেছেন যে, বাংলাদেশ একটি সক্রিয় গণতন্ত্রের দেশ। বাংলাদেশের শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি যেকোনও দেশের জন্য মডেল হতে পারে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা অনেক বার্তা পাচ্ছি। ২৬ মার্চের মধ্যে চেষ্টা করবো সবগুলো পড়ে শোনানোর জন্য।’

কালের আলো/এসআইএল/এমএম