মতিঝিলে বিজেএমসি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

প্রকাশিতঃ 3:34 pm | March 22, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি) ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে এই আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে। এ ছাড়া আশপাশের ভবনের মানুষজনও নিরাপদে অবস্থান নিয়েছে।

কালের আলো/এসবি/এমএম