৫ কোটি টাকার ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

প্রকাশিতঃ 7:58 pm | February 04, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

পাঁচকোটি টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর নিউমার্কেট, তুরাগ ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। তবে নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিকালে বিস্তারিত কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

কালের আলো/আরবি/এমএইচ