হাতিরঝিল থেকে আরও ৫৪ জন আটক, মোট আটক ১৫৬
প্রকাশিতঃ 1:11 pm | February 03, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানে মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) হাতিরঝিল ও আশেপাশের এলাকা থেকে ৫৪ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপি’র বিশেষ টিম।
পুলিশ জানায়, যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৬ জনকে আটক করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কালের আলো/ডিএসবি/এমএইচএ