রাঙ্গামাটিতে সেনা টহল দলের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে নিহত ১

প্রকাশিতঃ 3:28 pm | December 14, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাঙ্গামাটির দুল্লাছড়ি এলাকায় সেনাবাহিনীর টহল দলের সাথে জেএসএস (সন্তু) দলের সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে বিল্টন চাকমা নামে একজন সন্ত্রাসী নিহত হয়েছে।

সোমবার(১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, রোববার (১৩ ডিসেম্বর) জেএসএস (সন্তু) দলের সন্ত্রাসীদের কাপ্তাই লেকে জেলেদের নিকট হতে চাঁদাবাজির তথ্যের ভিত্তিতে জীবতলী সেনা ক্যাম্পের একটি বিশেষ টহলদল সে এলাকায় টহলে যায়।

এ সময় টহলদল চাঁদাবাজ সন্ত্রাসীদের নৌকাটিকে আটকের প্রচেষ্টা চালালে সন্ত্রাসীরা টহল দলের উপর গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি বিবেচনায় টহল দল আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে টিকতে না পেরে সন্ত্রাসীরা লেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল সন্ত্রাসীদের ব্যবহৃত নৌকাটি তল্লাসী করলে সেখানে বিল্টন চাকমা নামে একজন সন্ত্রাসীর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। এছাড়াও নৌকাটি হতে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বিল্টন চাকমা জেএসএস (সন্তু) দলের একজন সক্রিয় সশস্ত্র ক্যাডার এবং রাঙ্গামাটি জেলার বরাদম, জীবতলী ও মগবান এলাকার প্রধান চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে থানায় খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

কালের আলো/এসবি/এমআরকে