রাঙ্গামাটিতে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

প্রকাশিতঃ 5:57 pm | November 29, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টিএসএমসি, ১টিএসএমসি এর ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাজেক এলাকায় বিশেষ অভিযানে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (২৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় হানা দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টিএসএমসি, ১টিএসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করে।

আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে সে এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

কালের আলো/বিএস/এমএইচ