‘নতুন নির্বাচনী প্রক্রিয়া গ্রহণ করুক, আমরা নির্বাচনে যাব’
প্রকাশিতঃ 7:03 pm | August 17, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার আমাদের রেখে নির্বাচন পরিচালনার যে প্রক্রিয়া করেছে সে প্রক্রিয়া থেকে সরে সঠিক পথে ফিরে আসুক। নতুন নির্বাচনী প্রক্রিয়া গ্রহণ করুক, আমরা নির্বাচনে যাব।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটব) আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, তাকে নির্বাচন বলা যাবে না। তাই আমি নেত্রীবৃন্দকে বলব, আপনারা নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনকে বেগবান করতে আপনাদের সমস্ত শক্তি নিয়োগ করুন। আর এই শক্তি নিয়োগের মধ্য দিয়ে নতুন করে দেশকে গড়ে তুলব।
কালের আলো/ওএইচ