যে কারণে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র চাকমা

প্রকাশিতঃ 8:19 pm | January 31, 2026

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সর্বমিত্র চাকমা। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ কথা জানান।

কারণ হিসেবে সর্বমিত্র বলেন, শিক্ষার্থীরা চাইছেন না তিনি পদত্যাগ করেন। পাশাপাশি তার আরও কিছু অসম্পন্ন কাজ রয়েছে, যেগুলো শেষ করতে তিনি দায়িত্বে থাকতে চান।

এর আগে গত সপ্তাহে ঢাবির কেন্দ্রীয় মাঠ ও জিমনেসিয়ামে কিশোর ও তরুণদের লাঠি হাতে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেডাকুস থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন সর্বমিত্র চাকমা।

এদিকে লাঠি হাতে কান ধরে ওঠবস করানোর ঘটনায় ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা ডাকসুর এই নেতার সদস্যপদ বাতিল ও বহিষ্কারের দাবি তোলেন।

এ প্রসঙ্গে সর্বমিত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি যদি তাকে বহিষ্কারের চিঠি দিতে পারেন, তাহলে তা নিয়ে আসুক। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না।

ডাকসুর গঠনতন্ত্রে পদত্যাগ সংক্রান্ত কোনো ধারা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সর্বমিত্র বলেন, পদত্যাগের বিষয়টি কোন ধারায় উল্লেখ আছে, সে বিষয়ে তার জানা নেই।

তবে ডাকসুর গঠনতন্ত্রের ১২-এর ‘খ’ ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে অবশিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদ পূরণ করা হবে।

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন সর্বমিত্র চাকমা। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ঘটনায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়।

সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই গত বুধবার (২৮ জানুয়ারি) ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন।

কালের আলো/আরডি/এমডিএইচ