অস্ত্র মামলায় পলাতক অবসরপ্রাপ্ত কর্নেল শহীদসহ ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিতঃ 6:16 pm | November 10, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান এবং তার স্ত্রীসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম কারগারে রয়েছেন। জহিরুল ইসলাম মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, আসামি সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম কারাগারে এবং শহীদ উদ্দিন খানও তার স্ত্রী পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারি মাসে কর্নেল শহীদের ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলা দায়ের করা হয়।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email