বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ : নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
প্রকাশিতঃ 1:40 pm | October 14, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মুলত ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ করায় এই মামলা করা হয় বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ)।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলাটি করেন নুরসহ অপর আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাবির অনশনরত সেই শিক্ষার্থী।
ঢাবির এই ছাত্রী এর আগে নুরুসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেছিলেন।
কালের আলো/বিএস/এমএইচএম